নিউজ সান ডেস্ক :অবৈধ ভাবে
বাংলাদেশে থেকে ভারতে যাওয়ার সময় ৫ জন নারী পুরুষ কে আটক করেছে,বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে তাদেরকে সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস ২২ আর এর নিকট থেকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাসপোর্ট ভিসা ছাড়া বেশ কিছু লোক বাংলাদেশ থেকে ভারতে যাবে।
এমন সংবাদে রুদ্রপুর বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করেন।
আটকরা হলো মোঃ আফজাল হোসেন(৩৭), পিতা-মোঃ কবির হাওলাদার, গ্রামঃ বিষম্মউদ্দি, পোস্টঃ কবিরাজপুর,থানাঃ রাজৈর,জেলাঃ মাদারীপুর,দোলন বিশ্বাস (৩৬),পিতাঃ মৃত বিধান বিশ্বাস, গ্রামঃ বনখই লক্ষ্মীখালী,পৌস্টঃ শিমুলিয়া ,থানাঃ নড়াইল , জেলাঃ নড়াইল, রুপালি বিশ্বাস(২৫), পিতাঃ শ্মশান শিকদার, গ্রামঃ বনখই লক্ষ্মীখালী,পোঃ শিমুলিয়া, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল, বিজয় বিশ্বাস(১৭), পিতাঃ দোলন বিশ্বাস, গ্রামঃ বনখই লক্ষ্মীখালী,পোঃ শিমুলিয়া, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল ও অমৃত বিশ্বাস (১৫), পিতাঃ দোলন বিশ্বাস,গ্রামঃ বনখই লক্ষ্মীখালী,পোঃ শিমুলিয়া, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।










